ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

দেড় বছরের মধ্যে সবচেয়ে কম রেমিট্যান্স অক্টোবরে 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৬, ১ নভেম্বর ২০২১

অক্টোবরে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স গত দেড় বছরের মধ্যে সবচেয়ে কম। সদ্য সমাপ্ত মাসটিতে রেমিট্যান্সের পরিমাণ ১৬৪ কোটি ৭০ লাখ ডলার। যা সেপ্টেম্বরের চেয়ে ৭ শতাংশ কম। আর গত বছরের অক্টোবর মাসের চেয়ে ২১ দশমিক ৬৫ শতাংশ কম।

চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) সব মিলিয়ে রেমিট্যান্স কমেছে ২০ শতাংশ।

গত ২০২০-২১ অর্থবছরে করোনা মহামারির মধ্যেও অতীতের সব রেকর্ড ভেঙে ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ (২৪.৮ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। যা ছিল আগের বছরের চেয়ে ৬ দশমিক ৬ বিলিয়ন ডলার বা ৩৬ দশমিক ১ শতাংশ বেশি। কিন্তু চলতি অর্থবছরে দেখা যাচ্ছে বিপরীত চিত্র। প্রতি মাসেই রেমিট্যান্স কমছে।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি